মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস মহামারীতে সৃষ্ট খাদ্য সংকটের মধ্যে দক্ষিণ আফ্রিকার কিছু অংশে দাঙ্গা শুরু হয়েছে। দেশটিতে চলমান বিশ্বের অন্যতম কঠোর লকডাউনের মধ্যেই দোকানে দোকানে হামলা, একে অপরের উপরে সাথে ছাড়াও সেনাবাহিনী ও পুলিশের উপরে আক্রমণ হয়েছে। শৃঙ্খলা ফেরাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। আফ্রিকা নিয়ে জাতিসংঘের অর্থনৈতিক কমিশনের একটি প্রতিবেদনের পরেই এই দাঙ্গা শুরু হয়। সেখানে জাতিসংঘ সতর্ক করে দিয়েছিল যে, আফ্রিকাজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩৩ লাখে পৌঁছে যেতে পারে। এই মহাদেশটিতে এখন পর্যন্ত ২০ হাজার শনাক্ত এবং ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে আসন্ন মাসগুলিতে এই পরিসংখ্যান বাড়বে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে যে, কঠোর সুরক্ষাম‚লক ব্যবস্থা না নিলে ভাইরাসটি আফ্রিকার প্রায় ১২০ কোটি লোকের মধ্যে ছড়িয়ে যেতে পারে। আফ্রিকা মহাদেশের অন্য দেশগুলোতেও মহামারি ভয়াবহ হতে শুরু করেছে। লেসোথোও সেনা মোতায়েন করেছে। এদিকে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ। মহাদেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সহস্রাধিক প্রাণ হারিয়েছেন। আফ্রিকার ৫৪ দেশের মধ্যে ৫২টিই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে কোন মৃত্যু হওয়ার আগেই দক্ষিণ আফ্রিকায় লকডাউন চাপিয়ে দেয়া হয়েছিল এবং তখন থেকেই কর্তৃপক্ষ কঠোরভাবে এর প্রয়োগ শুরু করে। এর প্রভাব পড়েছে মানুষের জীবনেও। কেপটাউনেক্ষুধার্ত মানুষ হামলা করেছে দোকানগুলোতে। এমনকি খাদ্যের জন্য একজন আরেকজনের ওপর ঝাপিয়ে পড়ছে। হামলার স্বীকার হচ্ছে পুলিশ। দেশটির প্রেসিডেন্টের উদ্দেশ্যে সেখানকার এক সম্প্রদায়ের নেতা একটি ভিডিও বার্তা দিয়েছেন। এতে তিনি বলেন, মিস্টার প্রেসিডেন্ট আমরা খাদ্য সংকটে আছি। এখানে এখন যা চলছে তা যুদ্ধ ছাড়া কিছুই নয়। এর আগে দেশটিতে ৫ সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়। দীর্ঘ ৩৫ দিনের লকডাউনের কারণে দেশটিতে শুরু হয়েছে তীব্র খাদ্য সংকট। কিছু মানুষকে খাবার দিতে অনেকেই নিজ উদ্যোগে ত্রান বিতরণ করছেন সেখানে। তবে এসব ত্রানের সামনে লাইন বড় হচ্ছে প্রতিদিন। দ্য সান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।