Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

গ্রিস ক্ষতি কাটিয়ে উঠতে পারবে : প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

গ্রিসের প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিতসোকাতিস বলেছেন, করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় শৃঙ্খলা ও ধৈর্য্য দেখিয়ে তাদের দেশ প্রমাণ করেছে যে তারা আর ইউরোপের কলঙ্ক নয়। অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা সত্তে¡ও ভাইরাসটি সংক্রমণের প্রাথমিক পর্যায়ে বিধিনিষেধ আরোপ করায় নিজের সিদ্ধান্ত সঠিক ছিলো বলে মন্তব্য করেন তিনি। শনিবার দেশটির কাথিমেরিনি সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আশা প্রকাশ করেন ২০২১ সাল নাগাদ তার দেশ অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে। প্রায় এক কোটি জনসংখ্যার দেশ গ্রিস। ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কম। ফেব্রুয়ারির শেষ নাগাদ দেশটিতে প্রথম সংক্রমণ ধরা পড়ার এখন পর্যন্ত দুই হাজার ২২৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। তবে ভাইরাস নিয়ন্ত্রণে আরোপ করা বিধিনিষেধ এখনও বহাল রয়েছে। প্রায় এক দশক ধরে ঋণ সংকট মোকাবিলার চেষ্টা চালিয়ে যাচ্ছে গ্রিসের অর্থনীতি। অর্থনৈতিক কর্মকান্ডের ওপর বিধিনিষেধ আরোপ করায় এই বছর মন্দার পরিমাণ চার থেকে দশ শতাংশ পর্যন্ত হতে পারে আশঙ্কা করা হচ্ছে। তা সত্তে¡ও বিধিনিষেধ বহাল রেখেছে দেশটি। কাথিমেরিনি সংবাদপত্রকে প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিতসোকাতিস বলেন, ‘প্রায়ই সকালে উঠে আমি ভাবি: এর কি আদৌ দরকার ছিলো? ২০২০ সাল অর্থনৈতিকভাবে খুবই ভালো হবে বলে আমরা আশা করেছিলাম আর সত্যি বলছি আমি ভেবেছিলাম সংকটকে পেছনে ফেলে যাবো।’ তিনি বলেন, ‘তবে যাই হোক এখন যা হচ্ছে তাতে আর আমরা আর কোনও বিশেষ ঘটনা নই। আমরা আর কলঙ্ক নই। আর এর কারণ বলে আমি বিশ্বাস করি আমাদের সামগ্রিক মানসিকতা।’ গ্রিসের প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিতসোকাতিস বলেন, এই বছরের মন্দার পর ২০২১ সালে অর্থনীতিতে জোরালো উত্থান ঘটবে বলে বিশ্বাস করেন তিনি। গত সপ্তাহে সাত বছর মেয়াদী বন্ড বিক্রি করে গ্রিস দুইশো কোটি ইউরো তহবিল সংগ্রহ করেছে। তিনি বলেন, ‘আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এই মহামারি ও তার প্রভাব মোকাবিলা করেছি তা অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিলো। এতে প্রমাণিত হয়েছে আমরা ধৈর্য্য ধরতে পারি।’ রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ