Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণপাড়ায় বড় ভাইকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ৫:০৫ পিএম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামে গাছের ঢাল কাটাকে কেন্দ্র করে ঘুমন্ত অবস্থায় বড় ভাই ও তার দুই ছেলেসহ স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে গুরতর আহত করে ছোটভাই। গতকাল শনিবার দিনগত রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় বড়ভাই আবুল ফজল ভুইয়া মারা যান।
জানা যায়, গত শুক্রবার দুপুরে একটি গাছের ঢালা কাটাকে কেন্দ্র করে মহালক্ষীপাড়া গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে কুমিল্লার কাপ্তান বাজার তাজ রৌশন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল ফজল ভুইয়া (৪৫) ও  তার ছোট ভাই হাফেজ আবু কাইছারের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে এরই সূত্রধরে ঘটনার দিন দুপুরে হাফেজ আবু কাউছার তার হাতে একটি বড় ছুরা নিয়ে আবুল ফজল ভুইয়ার বসত ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাকে এলোপাতারী কুপিয়ে ও বিভিন্ন স্থানে আঘাত করে গুরত্বর আহত করে। এসময় তার ছেলে ফাহিম (১৫) ও ফয়সাল (৮) তাকে বাঁচাতে গেলে তাদেরকেও এলোপাতারী কুপিয়ে আহত করে। খবর পেয়ে আবুল ফজল ভুইয়া স্ত্রী ফারজানা আক্তার (৪০) পুকুর থেকে গোসল শেষে বাড়ি ফেরার পথে তাকেও কুপিয়ে গুরতর আহত করে।
হামলা পর ঘাতক ছোট ভাই হাফেজ আবু কাউসার তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে এলাকাবাসী আহতদের উদ্ধার করে ব্রাহ্মনপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরন করে। সেখানেও তাদের অবস্থা আশঙ্খাজনক দেখে কুমেকের কর্তব্যরত চিকিৎসক আহত মধ্যে আবুল ফজল ভুইয়া ও তার ছেলে ফাহিমকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করে। স্ত্রী ফারজানা আক্তার ও তার ছোট ছেলে ফয়সালকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করে। ঢাকা পঙ্গু হাসপাতালে গিয়ে গত ১৮ এপ্রিল রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় আবুল ফজল ভুইয়া মারা যায়। অপর আহত ফয়সাল ও তার মা ফারজানা আক্তার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। অন্যরা চিকিৎসাধীন রয়েছে।
এই ব্যাপারে নিহতের শ্যালক ব্রাহ্মণপাড়া উপজেলার দরপনারায়নপুর গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে মোঃ বাছির বাদী হয়ে ২ জনকে আসামি করে মামলা করে। আসামি হাফেজ আবু কাউছার ও তার স্ত্রী মোসাঃ জান্নাত পলাতক রয়েছে।
ব্রাহ্মনপাড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, এঘটনায় থানায় ২ জনকে আসামি করে নিহতের শ্যালক একটি মামলা দায়ের করেছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

 

 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ