মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহামারী করোনাভাইরাসে স্তব্ধ পুরো পৃথিবী। এর মধ্যে করোনার ছোবলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপ মহাদেশ। এই ভাইরাসে বিশ্বব্যাপী প্রাণহানির প্রায় দুই-তৃতীয়াংশই হয়েছে ইউরোপে। ইতোমধ্যেই এ অঞ্চলে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পর্যন্ত শুধু ইউরোপেই করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫১০ জনে।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় এক লাখ ৬০ হাজার মানুষের। সে হিসেবে শুধু ইউরোপেই দুই-তৃতীয়াংশ মানুষের মৃত্যু হয়েছে। আর মোট মৃত্যুর এক-চতুর্থাংশ হয়েছে যুক্তরাষ্ট্রে। অর্থাৎ করোনায় মারা যাওয়া ৮৬ শতাংশ মানুষ ইউরোপ-যুক্তরাষ্ট্রের।
বিশ্বব্যাপী প্রায় ২৪ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এককভাবে যুক্তরাষ্ট্রের হিস্যা সবচেয়ে বেশি। দেশটিতে ৭ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৯ হাজারের বেশি মানুষের। মৃতের সংখ্যাও সবচেয়ে বেশি এই দেশটিতেই।
ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে ২৩ হাজার ২২৭ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে স্পেন। এই দেশটিতে মৃত্যু হয়েছে ২০ হাজার ৬৩৯ জনের। এরপর ফ্রান্সে ১৯ হাজার ৩২৩ ও ব্রিটেনে ১৫ হাজার ৪৬৪ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া জার্মানিতে সাড়ে চার হাজার, বেলজিয়ামে সাড়ে পাঁচ হাজার, নেদারল্যান্ডসে সাড়ে তিন হাজার, সুইডেন ও সুইজারল্যান্ডে দেড় হাজার করে মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপের বাকি দেশগুলোতে মৃতের সংখ্যা এখনও হাজারের নিচে রয়েছে।
জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ইউরোপের মধ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত স্পেন। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৪১৬ জনের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস।
করোনার সংক্রমণ প্রতিরোধে ইউরোপের বেশির ভাগ দেশেই এখনও লকডাউনের মতো নির্দেশনা জারি রয়েছে। গত শনিবার (১৮ এপ্রিল) এ ধরনের নিষেধাজ্ঞার সময়সীমা ৯ মে পর্যন্ত বাড়িয়েছে স্পেন ও যুক্তরাজ্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।