Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাস কেবলই চরিত্র বদলাচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ৩:৪১ পিএম

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে কাপছে পুরো বিশ্বে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে না কোনও উপসর্গ। এছাড়া শুধু হাঁচি-কাশি ছাড়াও এমন কিছু উপসর্গ সামনে আসছে যা আগে দেখা যায়নি। সম্প্রতি দেখা যাচ্ছে, আক্রান্ত কয়েকজনের শরীরে জ্বর কিংবা কাশির আগে দেখা গিয়েছে পায়ের পাতায় বেগুনি দাগ। চিকেন পক্স কিংবা হামে যেরকম দেখা যায় অনেকটা সেরকম।
স্পেনে এরকম রোগী দেখা গিয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় দুই লাখের কাছাকাছি। সেখানে চিকিৎসকরা দেখেছেন সম্প্রতি অল্পবয়সী কিছু আক্রান্তের ক্ষেত্রে এরকম লক্ষণ দেখা গিয়েছে। জ্বরের আগেই হচ্ছে এই উপসর্গ। চিকিৎসকরা জানালেও এখনও পর্যন্ত গবেষকরা এই উপসর্গের কথা নিশ্চিতভাবে কিছু জানাননি।
প্রত্যেকদিনই নতুন কিছু শিখছেন চিকিৎসকরা, কারণ চরিত্র বদলাচ্ছে করোনাভাইরাস। চোখেও দেখা দিতে পারে করোনার প্রাথমিক লক্ষণ। যুক্তরাজ্যের একজন চিকিৎসা বিজ্ঞানী জানিয়েছেন, করোনার প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে মানুষের চোখে। তবে এটি খুব কম সংখ্যক মানুষের শরীরে।
বলা হচ্ছে, চোখ উঠা বা চোখ রক্তবর্ণের আকার ধারণ করাও হতে পারে করোনার লক্ষণ। এটি হয়তো করোনায় আক্রান্ত হওয়ার একটি সতর্ক বার্তা। তবে এটি অ্যালার্জির কারণেও ঘটতে পারে। এই বিষয়টি প্রমাণ করতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা।
যুক্তরাজ্যের ইয়েল মেডিসিনের চক্ষু বিশেষজ্ঞ ডা. ভিসেন্টে ডিয়াজ বলেছেন, অনেক ভাইরাল অসুস্থতাই চোখকে প্রভাবিত করতে পারে। সাধারণত ফলকুলা কনজেক্টিভাইটিস সৃষ্টি করতে পারে। আমরা জেনেছি যে কভিড-১৯ কম সংখ্যক লোকের চোখের মধ্যে প্রভাব ফেলতে পারে। চোখে করোনার লক্ষণ দেখা দিতে পারে।
কনজেক্টিভাইটিস বলতে বুঝানো হয়, চোখ লাল বা গোলাপি হয়ে যাওয়া, রক্তবর্ণ হয়ে যাওয়া, চোখ জ্বলতে থাকা, চোখ থেকে পুঁজ পড়া, চুলকানি সৃষ্টি হওয়া বা পানি পড়া।
তবে মোটামুটিভাবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, জ্বর, কাশি, নাক বন্ধ, শ্বাসকষ্ট, ক্লান্তি, মাথাব্যাথা, গায়ে হাতে পায়ে ব্যাথা ইত্যাদি। অনেকে আবার গন্ধের অনুভূতি হারিয়ে ফেলার কথাও জানিয়েছেন। তবে সেটাও বিরল। কারও কারও ক্ষেত্রে দেখা যাচ্ছে।
আমেরিকান চক্ষুবিজ্ঞান একাডেমি জানিয়েছে, কনজেক্টিভাইটিসও করোনার প্রাথমিক উপসর্গ হতে পারে। কিন্তু এটি খুব সংখ্যক রোগীর ক্ষেত্রে দেখা গেছে। তবে মনে রাখতে হবে এটি অ্যালার্জির কারণেও হতে পারে। চলতি মৌসুমে এটি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
করোনাভাইরাসের অন্যান্য লক্ষণ যেমন, কাশি ও জ্বরের সঙ্গে যদি দেখা দেয় চোখের সমস্যা তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) এর পক্ষ থেকেও এই ধরনের পরামর্শ দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ