বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সৌদি আরবের মক্কায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজারের আরো একজন প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি কক্সবাজার সদরের খুরুশ্কুল তেতৈয়া এলাকার বাসিন্দা খোরশেদ আলম (৫৫)।
১৮ এপ্রিল (শনিবার) বাংলাদেশ সময় ৭টার দিকে মক্কা আল নূর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।
মরহুমের শ্যালক কক্সবাজারের আইনজীবি সমিতির নেতা এড নেজামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা আক্রান্ত হয়ে খোরশেদ আলমের শ্যালক মোঃ তারেকও লাইফ সাপোর্টে রয়েছে বলে তিনি জানান।
এড. মুহাম্মদ নেজামুল হক জানান, ১৪ দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন খোরশেদ আলম। অবস্থা গুরুতর হলে তাকে মক্কা আল নূর হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চললেও অবস্থার আরো অবনতি হয়। শেষ মুহূর্তে লাইফ সাপোর্টেও রাখা হলেও সেখানে মৃত্যুবরণ করেন তিনি।
অন্যদিকে খোরশেদ আলমের সাথে থাকা তার শ্যালক মোঃ তারেকও কয়েকদিন পর করোনা ভাইরাসে আক্রান্ত হন। শেষ মুহূর্তে এসে তার অবস্থারও গুরুতর হওয়া তাকে কিং আব্দুল আজিজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
খোরশেদ আলম সেখানে একটি সুপার শপ পরিচালনা করতেন। তার মাধ্যমে তার শ্যালক মোঃ তারেকও সৌদি আরব যায় এবং দুজইন একই দোকান পরিচালনা করতো। দেশে ছুটি কাটয়ে মাত্র মাত্র দেড় মাস আগে সৌদিয়া ফিরে যান খোরশেদ আলম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।