Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউন অমান্য করে সিলেটে আসা ট্রেন আবার চলে গেল ঢাকার উদ্দেশ্যে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ১২:৫৯ পিএম
লকডাউন অমান্য করে সিলেটে আসা ট্রেন ঢাকার উদ্দেশ্যে চলে গেলে রবিবার সকাল ৮টা ১০ মিনিটে। সিলেট রেল ষ্টেশন ত্যাগ করে ট্রেনটি ১৮ জন স্টাফ নিয়ে।  তবে এতে কোন যাত্রী ছিল না, থামবে না পথিমধ্যে কোথাও ট্রেনটি। শুধু মাত্র আখাউড়ায় ইঞ্জিন ঘুরানোর জন্য থামানো হবে। তবে কোন যাত্রী উঠানামা করানো হবে না বলে জানিেেছন ষ্টেশন ম্যানেজার খলিল। শনিবার (১৮এপ্রিল) রেলের স্টাফসহ ৫৪ জন লোক নিয়ে এই ট্রেন সিলেটে এসেছিল। তবে আজ রবিবার ১৮ জন স্টাফ এই ট্রেনে করে ঢাকায় ফিরলেও বাকি ৩৬ জনের  হদিস নেই। ঢাকা থেকে আসা এসব যাত্রীদের কারণে সিলেটে করোনাভাইরাস বিস্তার নিয়ে সচেতন মহলে আতংক বিরাজ করছে। সিলেট বিভাগ গনদাবী ফোরামের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমন আজদ বলেন, রাষ্ট্রের নির্দেশনা অমান্য করে রাষ্ট্রিয় ট্রেনের সিলেট আসা নি:সন্দেহে স্ববিরোধী। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে দৃষ্টান্তমুলক পদক্ষেপ নিলে সাধারন জনগন আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে।  প্রসঙ্গত. লকডাউন ভেঙে গতকাল শনিবার (১৮ এপ্রিল) দু’টি বগিসম্পন্ন একটি ট্রেন বিকেল সাড়ে ৫টায় সিলেট রেল স্টেশনে এসে পৌঁছে। ট্রেনটি থেকে ৫৪জন যাত্রী নেমে  স্টেশন ছেড়ে বেরিয়ে যেতে দেখা গেছে। খবর পেয়ে দ্রুত রেল স্টেশনে ছুটে যান সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর এরশাদ মিয়া (এনডিসি)। গিয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখতে পান- ট্রেন থেকে ৫৪ জন লোক নেমেছেন। এদিকে, সিলেট রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ ভোলাগঞ্জ ও সিলেট স্টেশনের জন্য ২৩ জনের হিসেব দিলেও বাকি যাত্রী কোথা থেকে এলো- এর কোনো হিসাব দিতে পারেনি । এসব বিষয়ে এরশাদ মিয়া (এনডিসি) বলেন, লকডাউন ভেঙে সিলেটে ট্রেন আসার আগে জেলা প্রশাসকের অনুমতি নেওয়া উচিত ছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

৭ এপ্রিল, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ