Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশীর মৃত্যু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ১২:১২ পিএম

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল হামিদ (৭৮) নামের এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। তিনি নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদী নোয়াখালী পুরাতন কলেজ পাড়া এলাকার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মো. হানিফ এর ছোটভাই।
শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে নিউইয়র্কের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি পরিবারের লোকজন নিয়ে গত ৭ বছর ধরে নিউইয়র্কে বসবাস করছিলেন। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক।
নিহতের ছোট ছেলে মিজানুর রহমান পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, গত কয়েকদিন ধরে তাঁর বাবা জ্বর ও শ্বাস কষ্টে ভূগছিলেন। গত শুক্রবার স্থানীয় একটি হাসপাতালে পরীক্ষার পর তাঁর করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা ৭টার দিকে ওই হাসপাতালে মারা যান তিনি।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ