পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অবশেষে করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চালু হচ্ছে দশটি আইসিইউ শয্যা। আগামীকাল আইসিইউ পরীক্ষামূলকভাবে চালু করা হতে পারে। ইতোমধ্যে দশটি আইসিইউ শয্যা স্থাপনের কাজ শেষ হয়েছে।
এদিকে আলোর মুখ দেখছে তিন বছর গুদামে পড়ে থাকা আরো আটটি আইসিইউ শয্যা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় পড়ে থাকা এসব শয্যা বসানো হচ্ছে। সরকারি এ হাসপাতালে আইসিইউ সুবিধা ছিল না। করোনা রোগীর চিকিৎসায় আইসিইউ ইউনিট চালু উদ্যোগ নেয়া হয়। আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের রাখতে তিনটি আবাসিক হোটেল প্রস্তুত করা হয়েছে। হোটেল তিনটি হলো- স্টেশন রোডের হোটেল দি এলিনা, হোটেল এশিয়ান এসআর ও হোটেল প্যারামাউন্ট। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ওই তিনটি আবাসিক হোটেল করোনা ভাইরাসের চিকিৎসায় নিয়োজিতদের থাকার জন্য ব্যবহৃত হবে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে করোনা ইউনিটে কর্মরত চিকিৎসক নার্সদের খাবারের সঙ্কট চলছে বলে অভিযোগ করেছেন কয়েক জন নার্স। তাদের ঘুম এবং বিশ্রামের ব্যবস্থাও অপ্রতুল। চট্টগ্রামের এ দুটি হাসপাতালে ২৭ জন রোগী আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।