মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ১৯ বিলিয়ন ডলার ত্রাণ কর্মসূচি ঘোষণা করেছেন। যদিও কৃষিখাতে ক্ষতির আশঙ্কা ২০ বিলিয়ন ডলার । আমেরিকান কৃষকরা বিশ্বব্যাপী করোনাভাইরাস সংকটে নেতিবাচকভাবে প্রভাবিত বলে এ ত্রাণ কর্মসূচি বলে জানা যায়।-ফক্স বিজনেস
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কৃষি সচিব সনি পেরডু শুক্রবার জানান, কৃষকদের সরাসরি ত্রাণের অর্থ প্রদানসহ তাদের কাছ থেকে বিপুল পরিমানে পণ্য কেনা হবে। ক্রয়কৃত কৃষিপণ্য যাদের জরুরি দরকার তাদের মাঝে বিতরণ করাও এই কর্মসূচির অন্তর্ভুক্ত কার্যক্রম। ট্রাম্প আশা প্রকাশ করেন, করোনা প্রভাবে কৃষিতে যে চাপ সৃষ্টি হয়েছে এই ত্রাণ কর্মসূচির ফলে তা অনেকটাই ভারমুক্ত হবে।
পেরডুর মতে, সরকার দুগ্ধ, মাংসজাতীয় পণ্য ক্রয় এবং উৎপাদনে ৩ বিলিয়ন দিবে। কৃষক ও র্যাঞ্চারদের আয় বাড়ানোর লক্ষ্যে ১৬ বিলিয়ন ডলার সরাসরি প্রদান করবে। যুক্তরাষ্ট্রের খামারিদের মতে, করোনা প্রাদুর্ভাবের পর থেকে মোট দুগ্ধ চাহিদা ১২ থেকে ১৫ শতাংশ কমে গেছে।
উল্লেখ্য, চীনের সঙ্গে বাণিজ্য বিরোধের ফলস্বরূপ কৃষকরা চলতি বছরের শুরু থেকেই ক্ষতিতে রয়েছে। বর্তমান মহামারীতে মার্কিন কৃষকদের নিট আয় ২০ বিলিয়ন ডলার হ্রাস পাবে বলে শঙ্কা মিসৌরি বিশ্ববিদ্যালয়ের কৃষি গবেষণা ইন্সটিটিউটের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।