মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রোদ এবং গরমে করোনাভাইরাস ধ্বংস হয় বলে অনেকেরই ধারণা রয়েছে। তবে এর স্বপক্ষে কোনও প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এবার সূর্যের আলোয় করোনাভাইরাস ধ্বংস হয় বলে মনে করছেন মার্কিন গবেষকরাও।
এই বিষয়ে ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি একটি গবেষণা চালাচ্ছে। তাদের গবেষণাপত্রের কিছুটা অংশ সম্প্রতি ফাঁস হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে যে মার্কিন গবেষকরা মনে করছেন যে চড়া রোদে খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় করোনার জীবাণু। তবে এই বিষয়ে আরও পরীক্ষার প্রয়োজন বলেও সেখানে উল্লেখ করা হয়েছে।
চড়া রোদে থাকলে কোনও সারফেস বা স্যলাইভার ড্রপলেটে বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না করোনাভাইরাস। এমনটাই মনে করছেন মার্কিন গবেষকরা। তবে এখনই নিশ্চিত করে এই বিষয়টি বলার সময় আসেনি বলেও জানানো হয়েছে। লিক হয়ে যাওয়া গবেষণাপত্রের বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ডিএইচএস মুখপাত্র। সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।