Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাওয়াই দ্বীপের সব বীচ বন্ধ, বিধিনিষেধ না মানলে জেল-জরিমানা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ৫:২৪ পিএম

করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের বোটিং, ফিশিং, হাইকিংকারীদের সামাজিক দূরত্বের সময় বাড়িয়ে ওই অঙ্গরাজ্যের গভর্নর ডেভিড ইজি শুক্রবার স্থানীয় প্রশাসনের আওতাধীন সব বীচ বন্ধেন নির্দেশ দেন। -এনবিসি নিউজ, স্টার এডভাটাইসার

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় হাওয়াই কাউন্টি মেয়র হ্যারি কিম কঠোর বিধিনিষেধ জারি করেছেন। বিধিনিষেধ অমান্য করলে ৫ হাজার ডলার জরিমানা অথবা জেলে যেতে হবে, আবার অবস্থার পরিপ্রেক্ষিতে দুটোই হতে পারে। তবে বীচে বিশ্রাম, খাবার, মাছ ধরা বা ঝরনায় গোসলসহ শুধুমাত্র নির্দিষ্ট দ্বীপ থেকে সমুদ্রে প্রবেশ করতে পারবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হাওয়াই দ্বীপের স্থানীয় বাসিন্দারাই শুধু বিভিন্ন বীচে সাতার কাটতে পারবেন এবং সার্ফিং করতে পারবেন তবে তাদের অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। সানবাথ, পিকনিক বা কোনো ধরনের খেলার আয়োজন করতে পারবেন না।
হাওয়াই ডিপার্টমেন্ট অব ল্যান্ড এন্ড নেচার রিসোর্সের পরিচালক সুজানা কেজ জানান, আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং সাধারণ নাগরিকরা সমুদ্র সৈকতে দলবদ্ধভাবে না বেড়াতে পারে, তার জন্য কঠোর বিধিনিষেধ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।দ্বীপের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৫৩ জন, মারা গেছেন ৯ জন এবং সুস্থ হয়েছেন ৩৭৪ জন।
তিনি জানান, বিভিন্ন দ্বীপে নৌকা নিয়ে বের হওয়ার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। একটি নৌকায় দু’জনের বেশি উঠতে পারবেন না। হাইকিং এবং মাছ ধরার ক্ষেত্রেও বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ