মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের নৌবাহিনীতেও থাবা বসালো করোনাভাইরাস। মুম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীর ২১ নাবিকের করোনা পজিটিভ হয়েছে। শহরের নৌবাহিনী হাসপাতাল আইএনএইচএস অশ্বিনীতে কোয়ারেন্টাইনে আছেন তারা। বাহিনীর পশ্চিমাঞ্চলের কার্যালয় আইএনএস আংরেতে তারা ঘরোয়া সুযোগ সুবিধা নিয়ে চিকিৎসাধীন।
ওই নাবিকদের সংস্পর্শে কারা এসেছিলেন, তা জানতে গুরুত্ব দিয়ে অনুসন্ধান চালাচ্ছে নৌবাহিনী। এর আগে ভারতীয় সেনাবাহিনীর ৮ জন করোনায় আক্রান্ত হন।
ভারতীয় নৌবাহিনী শনিবার জানিয়েছে যে, একজন নাবিকের থেকেই সংক্রমণ ছড়িয়েছে ২১ জনের দেহে বলে নৌসেনা সূত্রে জানা গিয়েছে। সেই নাবিকের করোনা হয়েছে, তা জানা গিয়েছিল সাত এপ্রিল। আক্রান্তদের মধ্যে একজন ৪৭ বছরের প্রৌঢ়কে বাদ দিলে বাকিদের বয়স কুড়ির কোঠায়।
যেখানে এই আক্রান্তরা থাকতেন পুরোটাকে সিল করে কনটনমেন্ট জোন বানিয়ে দেওয়া হয়েছে।
স্থল, বায়ু ও নৌসেনা নিজেদের সাধ্যমতো কেন্দ্র ও রাজ্যগুলিকে সাহায্য করছে করোনার বিরুদ্ধে এই অসম লড়াইয়ে। ভারতে ইতিমধ্যেই করোনা আক্রান্ত ১৪৩৭৮, মৃত ৪৮০।
৩২০৫ জন করোনা আক্রান্ত নিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র, আর দেশের সবচেয়ে বাজে পরিস্থিতির শিকার হওয়া শহর মুম্বাই। পুরো ভারতজুড়ে ১৩৮৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৪৫৩ জনের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।