মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহামারি করোনার মধ্যেও ফিলিস্তিনি নারী ও শিশুসহ ৫৮০০ বন্দীর উপর দখলদার ইসরাইলী বাহিনীর নৃশংসতা থেমে নেই।ফিলিস্তিনি নিরপরাধ বন্দীদের অবস্থা এখন শোচনীয়। -আল কুদস ডটকম
করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সম্প্রতি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের সঙ্গে বন্দী-বিনিময়ের প্রস্তাব দিয়েছে যাতে অসুস্থ, বৃদ্ধ, নারী ও শিশু ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করা যায়। শর্ত-সাপেক্ষে প্রস্তাব মেনে নিলেও আলোচনার নামে ইসরাইলি নেতারা ধোঁকা দিতে পারে বলে আশঙ্কা করছে হামাস।
ফিলিস্তিন বন্দি বিষয়ক কমিটি জানিয়েছে, ইসরাইলিদের কারাগারে ৫ হাজার ৮০০ নিরপরাধ ফিলিস্তিনি বন্দী রয়েছে। যাদের ৬২ জন নারী ও ২০০ জন শিশু। ফিলিস্তিনি স্বশাসন-কর্তৃপক্ষের শাসিত এলাকার বাইরে রাখা এই ফিলিস্তিনি বন্দীদের ওপর সব ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছে বর্ণবাদী ইসরাইল। ৫৪০ জন ফিলিস্তিনি বন্দীকে প্রহসনের বিচারে কয়েকবার করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ১৯৬৭ সাল থেকে এ পর্যন্ত ইসরাইলের পৈশাচিক নানা নির্যাতন, অবহেলা ও হামলার শিকার হয়ে মারা গেছেন ২২২ জন নিরপরাধ ফিলিস্তিনি বন্দী। চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা না থাকায় এদের ৬৭ জন ইতোমধ্যে মারা গেছেন ।
সম্প্রতি ইসরাইলি কারাগারের অসুস্থ চিকিৎসক ও কারারক্ষীদের মাধ্যমে ৪ ফিলিস্তিনি বন্দী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেও জানা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।