মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা ভাইরাসের কারণে বিশ্বের প্রায় সাড়ে ছয় কোটি শিশু চরম দরিদ্রতায় ভুগতে পারে বলে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার একটি প্রতিবেদেনে এমনটি বলা হয়। পাশপাশি করোনা ভাইরাসের কারণে শিশু মৃত্যুর হার বেড়ে যাবে বলেও ওই প্রতিবেদনে শঙ্কা প্রকাশ করা হয়েছে। দ্য পলিসি: ব্রিফ দ্য ইম্পেক্ট অব কোভিড-১৯ নামের ওই প্রতিবেদনে বলা হয়, শিশুরা এই মহামারীতে ঝুঁকিতে রয়েছে। ওই প্রতিবেদনে শিশুদের জন্য করোনা ভাইরাস এবং এর পরবর্তী সময়ে তিনটি ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে । প্রতিবেদনে বলা হয়, শিশুদের করোনা ভাইরাস, ভাইরাস পরবর্তী আর্থ সামাজিক প্রভাব এবং এর দীর্ঘ মেয়াদীর প্রভাবের চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করতে হবে। আর এই বছরের করোনা দুর্যোগে ৪.২ কোটি থেকে ৬.৬ কোটি শিশু চরম দরিদ্রতায় ভুগতে পারে বলেও প্রতিবেদনে বলা হয়। করোনা ভাইরাসের কারণে বিশ্বের ১৮৮ টি দেশে স্কুল বন্ধ রয়েছে। যার কারণে প্রায় ১৫০ কোটি শিশু ক্ষতিগস্ত হচ্ছে। ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৭২ হাজার ৮৭৫ জন। মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৮৬৮ জন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।