Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা : ঘরে বসেই রমজানের নামাজ আদায়ের আহ্বান আসাউদ্দিন ওয়াইসির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ৫:২৫ পিএম

মহামারী করোনা ভাইরাসের গ্রাস থেকে বাঁচতে বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও চলছে দীর্ঘ সময়ের লকডাউন। এসময় আনন্দ অনুষ্ঠান, ধর্মীয় সভা ও প্রার্থনা সভাসহ সকল ধরনের বড় জমায়েত নিষিদ্ধ করেছে দেশটির সরকার।

এদিকে সামনের সপ্তাহেই আসছে পবিত্র মাহে রমজান। এ সময় দেশের মানুষজন যাতে লকডাউনের নিষেধাজ্ঞাকে অমান্য না করেন তার জন্যে বার্তা দিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-উল-মুসলিমীনের (এআইএমআইএম) প্রধান ও ভারতীয় সংসদের সদস্য আসাউদ্দিন ওয়াইসি।

লকডাউন মেনে চলার বিষয়ে এক টুইটবার্তায় ওয়াইসি বলেন, সকল মুসলমানরা যেন আসন্ন রমজান মাসে ঘরে বসেই নামাজ আদায় করেন।

প্রতিদিনই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৩,৩৮৭ জন। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টাতেই আক্রান্ত হিসাবে ধরা পড়েছেন এক হাজারেরও বেশি মানুষ। ওই রোগ দেশে মোট ৪৩৭ জনের প্রাণ কেড়েছে। তবে একটি অভ্যন্তরীণ সরকারি মূল্যায়ন থেকে জানা গেছে যে, মে মাসের প্রথম সপ্তাহেই দেশে করোনা সংক্রমিতের সংখ্যা তুলনামূলকভাবে সবচেয়ে বেশি হবে। তবে তারপরেই ধীরে ধীরে সেই সংক্রমণ কমবে বলেও আশা রাখছেন বিশেষজ্ঞরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ