বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে চকবাজারের কাঁচাবাজার প্যারেড মাঠে বসিয়েছে পুলিশ।
শুক্রবার থেকে কাঁচাবাজার ব্যবসায়ীরা প্যারেড মাঠে সবজি, মাছ, গোশতসহ বিভিন্ন পণ্য নিয়ে বসেন।
ক্রেতারাও সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের প্রয়োজনীয় পণ্য কেনেন। নগরীতে এই প্রথম খোলা মাঠে বাজার বসলো।
জেলার হাটহাজারীসহ কয়েকটি এলাকায় আগেই কাঁচা বাজার স্কুল মাঠে সরিয়ে নেওয়া হয়েছে।
এ দিকে প্যারেড মাঠের বাজার পরিদর্শন করেন চ্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ বলেন, প্যারেড মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসায়ীদের বসানো হয়েছে। বাজারে প্রবেশের পথে জীবানুনাশক দিয়ে হাত পরিষ্কার করে ঢুকানোর ব্যবস্থা করা হয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, সকাল থেকে একে একে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন পণ্য নিয়ে প্যারেড মাঠে বসেন। আমরা তাদের সহযোগিতা করছি।
জটলা এড়িয়ে বাজার সারতে পেরে ক্রেতারা খুশি ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।