Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় ইয়াবাসহ ২ কিশোর গ্রেপ্তার

আনোয়ারা(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ১২:৪৩ পিএম

আনোয়ারা উপজেলার পিএবি সড়কের সরকার হাট এলাকা থেকে ২ হাজার পিচ ইয়াবাসহ ২ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে আনোয়ারা থানা পুলিশ। গ্রেপ্তার কৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।

আনোয়ারা থানা সূত্রে জানাযায়, করোনাভাইরাস মোকাবেলায় পুলিশের ব্যস্থতার সুযোগে বৃহস্পতিবার রাতে কক্সবাজারের টেকনাফ থেকে চট্টগ্রামের মইজ্জারটেক এলাকায় নিয়ে যাওয়ার সময় আনোয়ারা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পিএবি সড়কের সরকার হাট এলাকা থেকে ২ কিশোরকে গ্রেপ্তার করে। এসময় তাদের দেহ তল্লাশী করে ২ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হল কক্সবাজার জেলার টেকনাফ থানার হুয়াকং ইউনিয়নের ৯ নং ওর্য়াড নীলা জাদী মুড়া এলাকার হেলাল উদ্দিনের পুত্র আনোয়ার শাকের(১৫) ও একই এলাকার মো. ইলিয়াছের পুত্র মো. ইউনুছ (১৬)। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। গ্রেপ্তারকৃত কিশোরেরা পুলিশকে জানায় ১০ হাজার টাকার বিনিময়ে টেকনাফের নুর জাহান নামে এক মহিলার কাছ থেকে তারা ইয়াবা গুলো মইজ্জারটেক এলাকার এক লোকের কাছে পৌঁছে দেয়ার জন্য নিয়ে যাচ্ছে।

আনোয়ারা থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক রেজাউল করিম মামুন জানান, করোনা ভাইরাসের সুযোগকে কাজে লাগিয়ে মাদক কারবারিরা কক্সবাজারের টেকনাফ থেকে ২ কিশোরের মাধ্যমে কর্ণফুলী মইজ্জারটেক এলাকায় নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ২ হাজার পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ