Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে দুই কিশোর পাকড়াও

শত শত কিলোমিটার হেঁটে ইয়াবা পাচার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ৯:৩৫ এএম

করোনাকালেও চলছে ইয়াবার কারবার। সাটডাউনের মধ্যে শত শত কিলোমিটার পথ হেঁটে টেকনাফ থেকে চট্টগ্রামে আনার পথে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কিশোর পাকড়াও হয়েছে।

বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করে আনোয়ারা থানা পুলিশ। গ্রেফতার দুই কিশোর- মো. আনোয়ার শাকের (১৫) ও মোহাম্মদ ইউনুছ (১৬)।

ভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে চলছে সাধারণ ছুটি। বন্ধ রয়েছে সবধরনের গণপরিবহন ও নৌযান। কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা নিয়ে
কর্ণফুলী মইজ্জারটেক এলাকার উদ্দেশ্য হেঁটেই রওনা দেয় দুই কিশোর।

বিভিন্ন সড়ক, উপসড়ক হয়ে দীর্ঘপথ পাড়ি দিয়ে বাঁশখালী হয়ে আনোয়ারা দিয়ে কর্ণফুলী মইজ্জারটেক আসার পথে আনোয়ারা থানাধীন বারখাইন সরকারহাট বাজারে পুলিশের হাতে গ্রেফতার হয় দুই তারা ।
গ্রেফতার আনোয়ার শাকের কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমুড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে এবং ইউনুছ একই এলাকার মোহাম্মদ ইলিয়াছের ছেলে।

আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল ফারেজ জুয়েল সাংবাদিকদের বলেন, বারখাইন সরকারহাট বাজার থেকে ২ হাজার পিস ইয়াবাসহ আনোয়ার শাকের ও ইউনুছ নামে দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে- টেকনাফ হ্নীলা এলাকার নুর জাহান বেগম নামে এক মহিলা তাদের ইয়াবাগুলো দিয়েছে। ১০ হাজার টাকার বিনিময়ে তারা এসব ইয়াবা মইজ্জারটেকে এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে রাজি হয়। গণপরিবহন বন্ধ থাকায় হেঁটেই তারা টেকনাফ থেকে রওনা দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা বিভিন্ন সড়ক, উপ সড়ক ব্যবহার করে।
আনোয়ার শাকের ও ইউনুছের বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার আদালতে হাজির করা হবে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ