পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর ওয়ারীতে বাংলাদেশ প্রতিদিনের আদালত প্রতিনিধি আইনজীবী তুহিন হাওলাদারকে পুলিশ মারধর করেছেন এসআই মাহবুবুর রহমানসহ কয়েকজন আনসার সদস্য। এতে তিনি আহত হয়েছেন। গতকাল দুপুরে রাজধানীর টিকাটুলির কেএম দাস রোডে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় গতকাল রাতে অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
আহত তুহিন বলেন, 'দুপুরে কেএম দাস রোডে ওয়ারী থানার এসআই মাহবুবুর রহমানসহ একজন পুলিশ ও একজন আনসার সদস্য আমার বাইক থামাতে বলেন। বাইক থামালে ঘর থেকে কেন বের হয়েছি এটা বলেই মারধর করেন। তারা আমাকে কোনো কথা বলতে দেননি। পরে ঢামেক থেকে আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি। এছাড়া অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।
ওয়ারী বিভাগের ডিসি শাহ ইফতেখার আহমেদ বলেন, সাংবাদিক তুহিনকে মারধরের বিষয়টি প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। পরে তাকে প্রাথমিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া বিস্তারিত অনুসন্ধান করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।