মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রাণঘাতী করোনাভাইরাস সংকটের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন সরকার অর্থ সাহায্য বন্ধের ঘোষণা দিয়েছে তাতে গভীরভাবে চিন্তিত বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, চীনে প্রথম করোনার খোঁজ পাওয়ার পর তার সংক্রমণ রুখতে ব্যর্থ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেজন্য মার্কিন অর্থ সাহায্য বন্ধ করা হচ্ছে। গত সপ্তাহেই অবশ্য এরকম ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। মঙ্গলবার তা সরকারিভাবে ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘নিজের প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেজন্য ওদের জবাবদিহি করতে হবে। তিনি জানান, ভবিষ্যতে আবারও আর্থিক সাহায্য করা হবে কিনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদক্ষেপ খতিয়ে দেখে সেই সিদ্ধান্ত নেয়া হবে।তিনি সংস্থাটির বিরুদ্ধে চীনের পক্ষপাতিত্ব করারও অভিযোগ করেন। চীন বুধবার জানায়, এ বিষয়ে তারা গভীরভাবে চিন্তিত। একটি সাংবাদ সম্মেলনে চীনের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজান বলেন, আমেরিকা কর্তৃক বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আর্থিক সাহায্য স্থগিত করার বিষয়ে আমরা গভীরভাবে চিন্তিত। বর্তমানে বিশ্বে করোনা মহামারীর অবস্থা অত্যন্ত ভয়াবহ। তিনি বলেন, এটা সংকটজনক পরিস্থিতি। মার্কিন এই সিদ্ধান্তের ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সক্ষমতা দুর্বল হবে এবং মহামারীটির বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতাও হ্রাস পাবে।› উল্লেখ্য, ২০১৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য করেছিল যুক্তরাষ্ট্র যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোট বাজেটের ১৫ শতাংশ। অপর এক খবরে বলা হয়, করোনা মহামারির মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) অর্থায়ন স্থগিতের ঘোষণা দিয়ে বিশ্ব জুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানবহিতৈষী বিল গেটস থেকে শুরু করে যুক্তরাজ্য, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, এবং চীনও এই সমালোচনায় যোগ দিয়েছে। ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেছে আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনও। ডব্লিউএইচও প্রধান বলেছেন নষ্ট করার মতো সময় নেই, মহামারি মোকাবিলাই এখন তাদের একক মনোযোগ। করোনাভাইরাস মোকাবিলায় ম‚ল দায়িত্ব পালনে ডব্লিউএইচও ব্যর্থ হয়েছে বলে দাবি করে সংস্থাটি তহবিল স্থগিতের কথা জানান ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এ ব্যাপারে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্পের এই ঘোষণার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের এক মুখপাত্র জানিয়েছেন, তাদের তহবিল বন্ধের কোনও পরিকল্পনা নেই। তিনি বলেন, বিশ্ব জুড়ে স্বাস্থ্যগত কর্মকান্ডে ডব্লিউএইচও’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পর কোনও দেশ হিসেবে ডব্লিউএইচও’তে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ তহবিল যোগান দেয় যুক্তরাজ্য। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস এক টুইট বার্তায় বলেছেন, এই মুহূর্তে করার মতো সবচেয়ে ভালো বিনিয়োগ হলো ডব্লিউএইচও’তে তহবিল যোগানো। চীনের পররাষ্ট্রমন্ত্রী ঝাও লিজিয়ান বলেছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত করোনা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতাকে ছোট করবে। ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ট্রাম্পের এই সিদ্ধান্তে কঠোর দুঃখ প্রকাশ করছে ২৭ দেশের এই জোট। মহামারি মোকাবিলায় ডব্লিউএইচও’কে এখনই সবচেয়ে বেশি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘কেবলমাত্র সম্মিলিত শক্তি দিয়ে এই সংকট মোকাবিলা করা যায়, যে সংকট কোনও সীমানা মানছে না।’ নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দ্রা আর্ডেন বলেছেন, এই মুহূর্তে ভরসা করার মতো পরামর্শ কেবল ডব্লিউএইচও’র কাছ থেকেই পাওয়া যায়। আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বলেছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত ভুল পথে বিপজ্জনক পদক্ষেপ। এই সিদ্ধান্ত পুর্নবিবেচনার আবিান জানিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট প্যাট্রিস হ্যারিস। বিবিসি, আল-জাজিরা, পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।