বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকরা ফের মহাসড়কে নেমেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর কারখানার মালিকপক্ষ সঙ্গে কথা বলে বেতন পরিশোধের তারিখের আশ্বাস দিলে শ্রমিক মহাসড়ক ছেড়ে দেয় বাড়ি যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক শহীদুল্লাহ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক শহীদুল্লাহ জানান, বুধবারের মতো আজও সকাল ৯টার দিকে বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের তিনসড়ক এলাকার স্টাইলক্রাফট পোশাক কারখানার শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। সেখানে তারা প্রায় দুই ঘণ্টা অবস্থান করে। পুলিশের মধ্যস্থতায় কর্তৃপক্ষ ২৭ এপ্রিল বেতন পরিশোধের ঘোষণা দিলে শ্রমিকরা ফিরে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।