Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিঙ্গাপুরে একদিনে ৪৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১২:৪২ পিএম

সিঙ্গাপুরে গতকাল বুধবার একদিনে ৪৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। যা দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে একদিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, এরমধ্যে ২৫৬ জনই প্রবাসী বাংলাদেশি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতির বরাতে জানিয়েছে, এ নিয়ে সিঙ্গাপুরে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৯৯ জন। নতুন আক্রান্তের ৪০৪ জন আগের বিভিন্ন ক্লাস্টারের। আক্রান্তদের মধ্যে ৪০৪ জনই প্রবাসী শ্রমিক; যারা ডরমেটরিতে বসবাস করেন।

বুধবার সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে জানানো ওই সর্বশেষ হিসাব অনুযায়ী, গতকালের আক্রান্তদের মধ্যে ২৫৬ অর্থাৎ মোট আক্রান্তের ৫৭ শতাংশই প্রবাসী বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে করোনায়া আক্রান্ত হিসেবে শনাক্ত বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩০৫ জনে।

করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় গত সপ্তাহে সিঙ্গাপুর সরকার ঘোষণা দেয়, বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকদের ডরমেটরি থেকে সরিয়ে সামরিক ক্যাম্প এবং খালি থাকা সরকারি ভবনে স্থানান্তর করা হবে।

মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দেশে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত সপ্তাহের এই দিনে আক্রান্ত হিসেবে শনাক্ত ছিল ২৬০। কিন্তু এই সপ্তাহে বুধবার তা ৪৮ শতাংশ বেড়ে হয়েছে ৪৪৭ জন। যা সত্যিই উদ্বেগজনক।

সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৯৯ জন। আক্রান্তদের মধ্যে ১০ জন মারা গেছে; সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ