মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর অঞ্চলে পাকিস্তান করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ঠেলে দিচ্ছে বলে ভারতীয় সেনাবাহিনী যে দাবি করেছে তা ‘ডাহা মিথ্যা’ বলে নাকচ করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এসব অপপ্রচারে না মেতে করোনা লকডাউনের কারণে জনগণ যে দুর্ভোগে পড়েছে সেদিকে নজর দিতে প্রতিবেশী দেশটির প্রতি আহবান জানায় পাকিস্তান। সোমবার বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাতকারে অধিকৃত কাশ্মীরের ভারতীয় কমান্ডার অভিযোগ করেন যে, করোনা মহামারীর সুযোগ নিচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। এই সুযোগে তারা করোনা সংক্রামিত রোগীদের নিয়ন্ত্রণ রেখার এপারে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ঠেলে দিচ্ছে। কিন্তু যখন প্রশ্ন করা হয় এর কোন প্রমাণ আছে কিনা, তখন তা দিতে অস্বীকার করেন লে. জেনারেল বাগ্গাভিল সমাশেকার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনি এ কথা বলছেন বলে জানান। মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর এক টুইটে বলে: ১৩ এপ্রিল বিবিসি’কে দেয়া সাক্ষাতকারে পাকিস্তান করোনা আক্রান্ত রোগীদের অধিকৃত কাশ্মীরে ঠেলে পাঠাচ্ছে বলে ভারতীয়রা যে অভিযোগ করেছে তা ডাহা মিথ্যা। এক্সপ্রেস ট্রিবিউন, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।