Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুন্সীগঞ্জে জাটকা পাচারে সহযোগিতা, ৩ পুলিশ ক্লোজ

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৬:০০ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে জাটকা পাচারে সহযোগিতা ও ৫ গ্রাম পুলিশকে মারধর করার অপরাধে দীঘিরপাড় তদন্ত কের্ন্দর তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।এরা হচ্ছেন এএসআই তাজ উদ্দিন, কনস্টেবল দিপু মল্লিক ও মহসিন মিয়া।

আহত গ্রাম পুলিশ সদস্যরা জানান, বুধবার ভোরে টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামের দিঘীরপাড় রাস্তায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পাহারা দিচ্ছিলেন। এ সময় ঐ রাস্তা দিয়ে অটো ও ৩ পিকআপ ভ্যানে করে বিপুল পরিমান জাটকা পাচার হওয়ার সময় তারা গাড়ি থামায়।। এসময় পিকআপে থাকা তিন পুলিশ সদস্য গ্রাম পুলিশ সদস্যদের মারধর করে। এ ঘটনায় পুলিশ প্রশাসন তাজ উদ্দিন, দিপু মল্লিক ও মহসিন মিয়া কে করোনার কারণে আপাতত টংগিবাড়ী থানায ক্লোজ করেছন। টংগীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি দুঃখ জনক। গ্রাম পুলিশ আমাদেরই সদস্য। কোন ব্যক্তির দায় কখনো বিভাগ নিতে পারে না। উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে তাদের কেøাজ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাটকা

৫ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ