রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়া নৌপুলিশের অভিযানে ৬শ’ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাটকা ইলিশ এতিমখানা মাদরাসায় গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এ বিষয়ে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই (নি:) চুন্নু মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সকালে মাওয়া পুরাতন মাছ বাজারে পাশে পদ্মা নদীর পাড় এলাকা অভিযান পরিচালনার সময় মালিক বিহীন পরিতাক্ত অবস্থায় ৬শ’ কেজি জাটকা ইলিশ মাছ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা।
পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদরাসা ও গরীব অসহায়দের মাঝে জাটকা ইলিশ বিতরণ করা হয়।
উল্লেখ্য, ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। এসময় কেউ জাটকা ধরা, বিক্রি, মজুত ও পরিবহন করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এছাড়া দেশে জাটকা নিধন বন্ধে অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।