Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাউফলে ত্রাণের চালসহ মহিলা মেম্বার গ্রেফতার

এক মাসের কারাদণ্ড প্রদান

বাউফল উপজেলা (পটুয়াখালী )সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৫:৫০ পিএম

ত্রাণের চাল চুরির ঘটনায় কেশবপুর ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার লিপি বেগমকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিচুর রহমান বালী। আজ বুধবার দুপুর ২ টায় তাকে এ দন্ড প্রদান করা হয়।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বাউফলের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিচুর রহমান বালী ওই দিন দুপুরে কেশবপুর ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার লিপি বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ৫ বস্তা ত্রানের চাল উদ্ধার করেন। এসময় তাকে গ্রেফতার করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। লিপি বেগম কেশবপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপিত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ