বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লকডাউনের বিধি নিষেধ উপেক্ষা করে নীলফামারীর উত্তরা ইপিজেডের বিভিন্ন ফ্যাক্টরিতে শ্রমিকদের ঢল নেমেছে। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিকে তুচ্ছ করে ঘর থেকে বাহিরে বেরিয়ে এসেছেন তারা।
নীলফামারী লকডাউন ঘোষণার দ্বিতীয় দিন বুধবার সকালে উত্তরা ইপিজেডে শ্রমিকদের ঢল নামে। ভ্যান,রিক্সা,অটো,বাইসাইকেল, মটরসাইকেল নিয়ে নীলফামারীর উত্তরা ইপিজেডের বিভিন্ন ফ্যাক্টরীর শ্রমিকদের ঢল নামায় ব্যাপক ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে সচেতন নাগরিকদের মাঝে।
অভিযোগ উঠেছে, সরকারি ছুটি ১৪ এপ্রিল থেকে বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হলেও নীলফামারী উত্তরা ইপিজেডে বিভিন্ন প্রতিষ্ঠান ও কারখানার শ্রমিকদের তা জানানো হয়নি। এ জন্য বুধবার সকালে কর্মস্থলে যোগ দিতে হাজার হাজার শ্রমজীবী মানুষ করোনা আতঙ্ক নিয়েই ইপিজেডে ছুটে আসেন।
আরো অভিযোগ উঠেছে, শ্রমিকদের মোবাইল ফোনে কল করে বাধ্য করা হচ্ছে কর্মস্থানে আসতে। না আসলে চাকরি থেকে বাতিল করা হবে এমন হুমকি দেয়া হয়। নিজের পরিবারের কথা চিন্তা করে ঝুঁকি নিয়ে কর্মস্থানে আসতে হচ্ছে তাদের।
অনেক শ্রমিক জানায়, গত মাসের বেতন অনেকে এখনও পাননি। তারা বেতনের জন্য এসেছে।
এ বিষয়ে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, খবর পেয়ে তাৎক্ষনিক উত্তরা ইপিজেডে কর্তৃপক্ষের সাথে কথা বলা হলে তারা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত উত্তরা ইপিজেড বন্ধের ঘোষনা দেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিজ নিজ বাড়িতে অবস্থান করার আহবান জানানো হয় শ্রমিকদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।