Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বকেয়া বেতনের দাবিতে রাজধানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ১২:৪৬ পিএম

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বাড্ডা এলাকায় বিক্ষোভ করেছেন শমসের রিজিয়া সেন্টার গার্মেন্টস'র শ্রমিকরা। আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে স্থানীয় কমিশনার মাসুম গনির আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী জানান, সকাল ৯টার দিকে বাড্ডার প্রধান সড়কের পাশের হল্যান্ড সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করেন শমসের রিজিয়া সেন্টার গার্মেন্টসের শ্রমিকরা। একপর্যায়ে পুলিশ ও স্থানীয় কমিশনারের হস্তক্ষেপে আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা।

সুদীপ কুমার আরও জানান, বিষয়টি সমাধানের জন্য শ্রমিকদের একটি প্রতিনিধি দল এখন মালিকদের সঙ্গে আলোচনায় বসেছে বলে তিনি জানান। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রতিনিধ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলোচনায় উপস্থিত রয়েছেন বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ