Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদীতে ১৩ প্রবাসীর মৃত্যু

ফোন করলেই খাবার দেবে সরকার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ৭:৩৬ পিএম

প্রাণঘাতী করোনাভাইরসে সউদী আরবে এযাবত ১৩ বাংলাদেশি মারা গেছে। দেশটিতে অসহায় ক্ষুধার্ত প্রবাসীদের জন্য সউদী সরকার বিনামূল্যে খাদ্যসামগ্রী প্রদানের পদক্ষেপ নিয়েছে। ফোন করলেই প্রবাসীরা পাবেন সউদী সরকারের জরুরি খাদ্য সাহায্য। ইতিমধ্যে সউদী সরকার ২৫০ মিলিয়ন রিয়ালের একটি কর্মসূচি চালু করেছে। সউদী থেকে নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য জানিয়েছে। দেশটিতে কারফিউ চলায় লাখ লাখ বাংলাদেশি প্রবাসী বেকার হয়ে চরম হতাশায় ভুগছেন।
জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এর শ্রম সচিব মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, আজ মঙ্গলবার পর্যন্ত সউদী আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জন বাংলাদেশি প্রবাসী মারা গেছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত বাংলাদেশিদের পরিচয় পাওয়া গেছে।
এর হচ্ছে, সাভারের রেজাউল করিমের ছেলে মো. কোরবান আলী, নড়াইলের আমজাদ হোসেনের ছেলে মো. আফাক হোসেন মোল্লা, চট্রগ্রামের লোহাগাড়ার লিয়াকত আলীর ছেলে মোহাম্মদ হাসান, সাতকানিয়া থানার মোজাফফর আহমেদের ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন, মানিকগঞ্জের সিংগাইরের আজিজুল হকের ছেলে মান্নান মিয়া, চট্রগ্রামের বাঁশখালীর ফয়জুল্লার ছেলে মো. রহিম উল্লাহ, নরসিংদীর শিবপুরের সিরাজউদ্দিনের ছেলে খোকা মিয়া,সাতকানিয়া থানার মোক্তার আহমেদের ছেলে নাসির উদ্দিন, বগুড়ার বামনা থানার আব্দুস সাত্তার খন্দকারের ছেলে রুস্তম খন্দকার, চাঁদপুরের হিমচরের মোহাম্মদ ফিরোজের ছেলে মোহাম্মদ জাহিদ, ভোলার ইলিশাঘাটের সাঈদ আহমদের ছেলে মোহাম্মদ হোসেন, পাবনা সদরের আব্দুল জলিলের ছেলে আব্দুল মোতালেব ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের আবু তাহের মিয়ার ছেলে সাইফ উদ্দিন টুটুল।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ