Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে মানবদেহে পরীক্ষার জন্য করোনার দুই ভ্যাকসিনের অনুমোদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ৬:২৩ পিএম

চীনে করোনাভাইরাসের দুই পরীক্ষাধীন ভ্যাকসিন ক্লিনিকাল টেস্ট অর্থাৎ, প্রাথমিক পর্যায়ে মানুষের শরীরের প্রয়োগ করে পরীক্ষা চালানোর অনুমতি দেয়া হয়েছে। একটি প্রতিষেধক তৈরি করেছে নাসডাকের তালিকাভুক্ত সংক্রমণ বিষয়ক রোগ সারানোর ভ্যাকসিন তৈরির বেইজিংভিত্তিক প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক। অন্যটি তৈরি করছে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপের উহান ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্ট।

এর আগে চলতি বছরের মার্চে আরেকটি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের সবুজ সঙ্কেত দেয় চীন। সেই ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে চীনের সেনাবাহিনী পরিচালিত চায়নাস অ্যাকাডেমি অব মিলিটারি মেডিকেল সায়েন্সেস। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডের্না গত মার্চে করোনাভাইরাসের একটি পরীক্ষামূলক ভ্যাকসিন সে দেশের স্বাস্থ্য বিভাগের সঙ্গে যৌথভাবে মানবদেহে পরীক্ষা চালাতে যাওয়ার ঘোষণা দেয়। তার পরই চীনের সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান থেকে ভ্যাকসিন পরীক্ষার কথা জানানো হয়।

এদিকে গত সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন দরকার, যা করোনা থামাতে কাজে আসবে। সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯ লাখ ২৫ হাজার তিনশ ৮৪ জন এবং মারা গেছে এক লাখ ১৯ হাজার সাতশ ১৮ জন। সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ