Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় প্রাণ গেল সাবেক পাকিস্তানি ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ১২:৪৮ পিএম

করোনাভাইরাসের থাবা এবার ক্রিকেটের ময়দানে। এতদিন বিভিন্ন ফুটবলার এবং কোচ করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলেও কোনো ক্রিকেটারের ক্ষেত্রে এমনটা শোনা যায়নি। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল (সোমবার) তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। পেশোয়ারের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।

যদিও বাঁহাতি এই মিডলঅর্ডার ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্রিকেট খেলার কখনো সুযোগ হয়নি। ১৯৮৮ থেকে ১৯৯৪ পর্যন্ত পাকিস্তানের প্রথম শ্রেণীর ক্রিকেটে দাপিয়ে খেলেছেন এই ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ১৫ ম্যাচে ২৫ টি ইনিংসে তার সংগ্রহ ৬১৬ রান। রয়েছে ৪টি হাফ সেঞ্চুরি। ১৯৯৪ সালে মাত্র ৩৫ বছর বয়সে অবসর নেন সরফরাজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ