মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিসরে করোনা মহামারীতে মৃত চিকিৎসককে কবর দেয়া নিয়ে সঙ্কট সৃষ্টি হলে এর কড়া সমালোচনা করেছেন দেশটির প্রধান মুফতি শওকী আল্লাম।
তিনি এই আচরণ নিষিদ্ধ করতে একটি ফতোয়া জারি করেছেন। ফতোয়ায় বলা হয়েছে, ‘যে কোনও মানুষকে দাফনের অধিকার থেকে বঞ্চিত করা অনিবার্যভাবে নিষিদ্ধ ঘোষিত হবে।’
ফতোয়ায় আরো বলা হয়, করোনা মহামারীর রোগীদের কট‚ক্তি করা ধর্মীয়ভাবে নিষিদ্ধ। মিসরের ডাকাহলিয়ায় প্রদেশের শুব্রা আল-বাহা গ্রামের স্থানীয় লোকেরা করোনাভাইরাসে মারা যাওয়া এক মহিলা ডাক্তারকে কবর দেয়ার প্রতিবাদ করার পর বিতর্কে জড়িয়ে পড়ে। তাদের আশঙ্কা ছিল, গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হলে তারাও করোনা সংক্রমণের শিকার হতে পারেন। তবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৬৪ বছর বয়সী এই ডাক্তারকে কবর দেয়ার জন্য টিয়ার গ্যাস দিয়ে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে এবং ২২ জনকে গ্রেফতার করে।
করোনায় যারা মারা গেছে তাদের শহীদ হিসাবে গণ্য করা হয় জানিয়ে মুফতি আল্লাম বলেছেন, ‘করোনাভাইরাস শহীদদের দাফনের বিষয়ে উদ্ভূত আপত্তি ধর্মীয়ভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।’
এ প্রসঙ্গে মিসরের প্রধান ইমাম আল-আজহার আহমেদ আল-তায়েব শনিবার এক বার্তায় বলেছেন, ‘করোনাভাইরাসে মারা যাওয়া ডাক্তারকে কবর দিতে অস্বীকার করার পুনরাবৃত্তি নৈতিকতা, মানবতা এবং ধর্মবহিভর্‚ত।’
এদিকে, শনিবার মিসরের অ্যাটর্নি জেনারেল হামদা আল-সাওয়াই এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।