Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জানুন মাস্ক ব্যবহারের নিয়মগুলো

নিউ ইয়র্ক টাইমস | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

সারা বিশ্বে ত্রাস সৃষ্টি করেছে করোনা মহামারী। মৃত্যু হয়েছে লাখেরও বেশি মানুষের। মারাত্মক ছোঁয়াচে এই ভাইরাস থেকে বাঁচার অন্যতম প্রধান অস্ত্র ফেস মাস্ক। তবে শুধু মাস্ক পরলেই হবে না। কিন্তু জানেন কি মাস্ক কীভাবে কাজ করে আর এটি ব্যবহারের নিয়মগুলোই বা কী?
ভাইরাসের বিরুদ্ধে মাস্ক ৯৭ শতাংশ সুরক্ষা দেয়।
ডিসপোজেবেল সার্জিক্যাল মাস্ক একবারই ব্যবহার করা যায়।
মাস্ক পরা বা খোলার সময় হাত সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।
স্যানিটাইজারও ব্যবহার করে জীবাণুমুক্ত করে নিতে পারেন।
মাস্ক ধরে বা অপরিষ্কার হাতে মুখ স্পর্শ করা যাবে না।
মাস্কটা মুখে ভালোভাবে পরতে হবে যেন মাস্ক ও নাক-মুখের ফাঁক দিয়ে ধুলাবালি বা জীবাণু ঢুকতে না পারে।
মাস্ক রাখা চাই পরিষ্কার-পরিচ্ছন্ন। কাপড়ের মাস্ক নিয়মিত ধুয়ে পরিষ্কার রাখতে হবে।
চাহিদা অনুযায়ী মাস্ক পাওয়া না গেলেও চিন্তার কিছু নেই। প্রয়োজন হলে মাস্কের বদলে বাড়িতে তৈরি ফেস কভারও কার্যকারী হবে।
ঘরোয়া মাস্ক ধুয়ে আপনি বারবার ব্যবহার করতে পারবেন।
বিশেষজ্ঞরা বলছেন, ঘরে মাস্ক তৈরির সবথেকে ভালো ম্যাটেরিয়াল হল ভ্যাকুয়াম ক্লিনারে ব্যবহার হওয়া ব্যাগ। এটি ৮৬ শতাংশ কার্যকর। এরপরেই রয়েছে ডিস টাওয়েল যা ৭৩ শতাংশ কার্যকর। ৭০ শতাংশ কার্যকর আমাদের ঘরে ব্যবহারের সুতি কাপড়।



 

Show all comments
  • Ashraful Alam ১৪ এপ্রিল, ২০২০, ৪:১৮ পিএম says : 0
    This is a traditional practice of muslim women. So, learn this from nikab practicing women.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ