বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার চাটমোহরে হাট-বাজারে উপচেপড়া ভীড়, উপজেলা প্রশাসন, পুলিশ হিমশিম খাচ্ছে জনসমাগম ঠেকাতে। সরকারি সকল নিষেধাজ্ঞা অমান্য করে এবং সামাজিক দূরত্ব বিধি-নিষেধের তোয়াক্কা না করেই হাট বাজার বসছে। কোন কোন হাট রাত ১২টায় বসানোরও নজির দেখা গেছে। উপজেলার হাট-বাজারগুলিতে অসংখ্য মানুষের সমাগম হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চাটমোহর উপজেলা প্রশাসন, পুলিশ মানুষের চলাচল নিয়স্ত্রণ, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা ও লকডাউন করার মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। উপজেলার বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে আতংক দেখা গেলেও সচেতনতা অনেক কম। পুলিশ দেখলেই মানুষ এলাকা শুন্য হয়, আবার পুলিশ চলে গেলে আগের অবস্থা বিরাজ করছে। উপজেলার সাপ্তাহিক হাটগুলি নিয়মিতই বসছে। গতকাল রোববারে উপজেলার সবচেয়ে বড় হাট অমৃতকুন্ডা (রেলবাজার) ভোর ৫টা হতেই জমজমাট। হৈহুল্লোড়সহ সামাজিক দূরত্বের কোন বালাই নাই। শুক্রবার দিবাগত রাত ১০টায় ছাইকোলায় রসুনহাট বসে, পুলিশ গিয়ে হাট বন্ধ করলেও আবার রাত সাড়ে ১২টায় বসে। গত শনিবার সকাল হতে বিচ্ছিন্নভাবে হাটে কেনাবেচা হয়। হরিপুরে ভোরে রসুন হাটটিও জমজমাট বসে। একই অবস্থা ছিল চাটামোহর পুরাতন ও নতুন বাজারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।