বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফিরোজ মোল্লার বিরুদ্ধে ইউনিয়নের হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত ত্রাণের চাল বিতরণে অনিয়মের অভিযোগের সত্যতা মিলেছে। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির রিপোর্টে তার অনিয়মের বিষয়টি উঠে এসেছে।
এদিকে, তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে প্রাথমিক সতর্কতা হিসেবে ইউনিয়নের সকল ইউপি সদস্য ও তদারক কর্মকর্তার উপস্থিতিতে ত্রাণ বিতরণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। একই সঙ্গে ইউপি চেয়ারম্যান ফিরোজ মোল্লা তার একক ক্ষমতায় একতরফাভাবে ত্রাণ দিতে পারবেন না বলেও উল্লেখ করা হয়েছে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান ফিরোজ মোল্লার বিরুদ্ধে ত্রাণের চাল বিতরণে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এ কারণে প্রাথমিক সতর্কতা হিসেবে তাকে এককভাবে আর ত্রাণ বিতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়নের সকল ইউপি সদস্য ও তদারক কর্মকর্তার উপস্থিতিতে ত্রাণ বিতরণের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, উপজেলা ট্যাগ অফিসার অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক নিযুক্ত কর্মকর্তাই বিষয়টি তদারকি করবেন। এ নির্দেশনার ব্যত্যয় ঘটলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।