মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মুসলিমদের বিরোধিতা সত্তে্বও করোনা ভাইরাসে মৃতদেহ পুড়িয়ে ফেলা বাধ্যতামুলক করেছে শ্রীলঙ্কা সরকার। এতে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে মুসলিম সম্প্রদায় ও মানবাধিকার বিষয়ক গ্রুপগুলোতে। মুসলিম সম্প্রদায় প্রতিবাদ জানাচ্ছেন এই বলে যে, মৃত ব্যক্তির লাশ পুড়িয়ে ফেলা ইসলামসম্মত নয়। এটা ইসলামিক রীতিবিরোধী। কিন্তু তাতে কর্ণপাত করেনি সরকার। রোববার তারা সিদ্ধান্ত দিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে বা যারাই মারা যাবেন তাদের লাশ পুড়িয়ে ফেলতে হবে। শ্রীলঙ্কার প্রধান রাজনৈতিক দলটি মুসলিমদের প্রতিনিধিত্ব করে। তারা সরকারের এমন সিদ্ধান্তকে কান্ডজ্ঞানহীন বলে আখ্যায়িত করেছে। বলা হয়েছে, ধর্মীয় রীতিনীতি ও পারিবারিক ইচ্ছার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে বলা হয়, এখন পর্যন্ত শ্রীলঙ্কায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৭ জন মানুষ মারা গেছেন। এর মধ্যে তিনজন মুসলিম। কিন্তু মৃতদের আত্মীয়-স্বজন ও মুসলিমদের প্রতিবাদকে উপেক্ষা করে কর্তৃপক্ষ এসব দেহ পুড়িয়ে ফেলেছে। রোববার সেখানকার স্বাস্থ্যমন্ত্রী পবিত্র ওয়ানিয়ারাচ্ছি বলেছেন, করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে বা করোনা ভাইরাস সংক্রমিত হয়েছেন- এমন কোনো ব্যক্তি মারা গেলে তার লাশ পুড়িয়ে ফেলা হবে। সরকারের এ সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো। আল-জাজিরা, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।