Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে ৩২ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত : মার্কিন পাবলিক হেলথ প্রধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ২:৫৫ পিএম

প্রলয়ংকারী করোনাভাইরাস বিশ্বব্যাপী তান্ডব চালিয়ে যাচ্ছে। এক প্রকার নির্বিচারে আক্রান্ত করে যাচ্ছে লাখ লাখ মানুষ। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন স্বাস্থ্যকর্মীরাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) শনিবার জানিয়েছিল প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বের ৫২টি দেশ ও অঞ্চলে ২২ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে। কিন্তু মার্কিন পাবলিক হেলথ সেন্টার রোববার জানায়, করোনা আক্রান্তের এ সংখ্যা ৩২ হাজার।
এ সংস্থার মতে, প্রাথমিক ফলাফলগুলো দেখাচ্ছে যে, স্বাস্থ্যসেবা কর্মীরা কর্মক্ষেত্রে এবং কমিউনিটি উভয় জায়গাতেই সংক্রমিত হচ্ছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সংক্রমিত রোগীদের মাধ্যমে আক্রান্ত হচ্ছেন তারা।
এদিকে সামনের সারির স্বাস্থ্যসেবা কর্মীদের রক্ষার জন্য ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম যেমন- মাস্ক, চশমা, গøাভস এবং গাউনের সঠিক ব্যবহারের ওপর জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
স্বাস্থ্যকর্মীরা একদিকে যেমন সেবা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন, অন্যদিকে কমিউনিটির মাধ্যমেও আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে পরিবারের সদস্যদের মাধ্যমে।
স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি জোর দিয়েছে পিপিই (পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট), মাস্ক, গগলস, গøাভস ও গাউনের যথাযথ ব্যবহারের উপর।
স্বাস্থ্যকর্মীরা, বিশেষ করে ডাক্তার ও নার্সরা করোনাভাইরাসে আক্রান্ত হলে পরিস্থিতি আরো খারাপ হবে। তাই সবার কথা চিন্তা করে স্বাস্থ্যকর্মীদের উচিত যথাযথভাবে পিপিইসহ অন্যান্য ইকুইপমেন্ট ব্যবহার করা। কারণ, তাদের সেবার উপর নির্ভর করছে অনেকের বেঁচে ফেরার সম্ভাবনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ