Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মানুষের চলাচল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ২:২২ পিএম

কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সাধারণ মানুষের চলাচল। ব্যক্তিগত গাড়ি- মোটরসাইকেলে করে নানা অজুহাতে বের হচ্ছেন মানুষ। তর্কে জড়িয়ে পড়ছেন আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের সঙ্গে। অনেকেই বলছেন, সন্ধ্যা ৬টার পর নিষেধাজ্ঞার কারণে দিনেই কাজ শেষ করতে ঘর থেকে বের হয়েছেন। তবে অনেকের বিরুদ্ধে নেয়া হচ্ছে আইনি ব্যবস্থাও।
সাধারণ ছুটির চতুর্থ দফা চলছে। আগেই অনেকে ছেড়ে গেছেন রাজধানী। তাই এ সময়টায় যে গাড়িগুলো চলছে, সেগুলো মূলত ঢাকার আশপাশের জেলাগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের। প্রতিষ্ঠানের স্টিকারযুক্ত গাড়িগুলোকে তেমন একটা তল্লাশি করা না হলেও যুক্তি গ্রহণযোগ্য না হলেই আটকে দেয়া হচ্ছে তাদের।
জবাবদিহিতার বাদ যাচ্ছেন না পায়ে হেঁটে যারা ঢাকায় ঢুকছেন বা বের হচ্ছেন তারাও। পুলিশ বলছে, যারা বাড়াবাড়ি করছেন, তাদের বিরুদ্ধে নেয়া হচ্ছে আইনি ব্যবস্থা।
এদিকে, রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে পুলিশের কড়া তল্লাশির কারণে দূরের বাড়ি যাওয়ার প্রবণতা অনেকাংশ কমে এসেছে। তবে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে জরুরি প্রয়োজনে খোলা রাখা শিল্প প্রতিষ্ঠানে কর্মরতদের নিয়মিত আসা যাওয়ার কারণে ঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়টি নতুন করে বিবেচনার তাগিদ রাখে।
অন্যদিকে, নগরীর বিভিন্ন এলাকার অলিগলিতে যেন মানুষের হাট বসেছে। বিভিন্ন স্থান বাঁশ বা কাঠ দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হলেও ভেতরে মানুষের ভিড় দেখা যাচ্ছে। কোথাও পুরোপুরিভাবে মানা হচ্ছে না লকডাউন। সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকালে শনির আখড়ায় দেখা গেছে, এলাকার প্রতিটি সড়কেই যেন বিভিন্ন পণ্যের হাট বসেছে। মানুষের ভিড়ে সরু সড়কগুলোতে হাঁটাও যাচ্ছে না। কেউ কাঁচাবাজার করতে বের হয়েছেন, আবার কেউ কেউ বের হয়েছেন বিনা প্রয়োজনে। তবে সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখলেই মুহূর্তে পালিয়ে যাচ্ছেন সবাই।
মোবারক হোসেন নামে এক বৃদ্ধ বলেন, বাসায় কাঁচাবাজার নেই। তাই বাধ্য হয়েই বের হয়েছি। কিন্তু রাস্তায় যে হারে মানুষ দেখা যাচ্ছে তাতে ভয় করছে। কার মাধ্যমে কীভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়ি। কোনও প্রকার প্রয়োজন ছাড়াই অধিকাংশ মানুষ রাস্তায় রাস্তায় ঘুরছে।
একই চিত্র দেখা গেছে নগরীর যাত্রাবাড়ী এলাকায়। যাত্রাবাড়ী পাইকারী বাজারে সকালে অযথা ঘোরাঘুরি করছে মানুষ।
আরিফ হোসেন নামে একজন কাঁচামাল ব্যবসায়ী বলেন, আসলে মানুষের মধ্যে কোনও সচেতনতা নেই। কেউ কোনও উপদেশ মানছে না। সরকারের পক্ষ থেকে বারবার ঘরে থাকার অনুরোধ করা হলেও মানুষ একে অনেকটা উৎসবের মতো মনে করছে। বাজারে এক সাথে এত মানুষ দেখে আসলেই ভয় লাগছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ