Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অবশেষে পুলিশে সব ধরনের ভাতা বাড়ল

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

দীর্ঘদিন থেকে ভাতা বাড়ানোর জন্য দাবি করে আসছিল পুলিশ। তাদের ওই দাবির পরিপ্রেক্ষিতে সব ধরনের ভাতা বাড়িয়ে একটি আদেশ গেজেট আকারে প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। সম্প্রতি প্রকাশি ওই গেজেটে পুলিশের সব শাখার কনস্টেবল ও গার্ড কনস্টেবলের বিশেষ ভাতা ৪৫ টাকা থেকে কয়েক গুণ বাড়িয়ে প্রতি মাসে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া মেট্রোপলিটন পুলিশ এএসআই ও এসআই বা সার্জেন্ট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিআইডির এএসআই বা এএসআই (সশস্ত্র), মেট্রোপলিটন পুলিশের নায়েকদের বিশেষ ভাতাও ৩০০ টাকা করা হয়েছে। আগে এদের বিশেষ ভাতা ৪৫ থেকে ৬০ পর্যন্ত ছিল। পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং বিশেষ শাখা, জেলা এসবির এএসআই বা এএসআইদের (সশস্ত্র) বিশেষ ভাতা ৫০০ টাকা করা হয়েছে। এর আগে এদের বিশেষ ভাতা ছিল ১৮৫ টাকা। পুলিশ সদরদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এএসপি আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত এএসপি ও বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়নের (এসপিবিএন) বিশেষ ভাতা ১ হাজার টাকা করা হয়েছে, যা আগে ছিল ৫৫০ টাকা। আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং এসপিবিএনের এসপি পদের পুলিশ সদস্যদের জন্য বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা, আগে যা ছিল ৯০০ টাকা। অতিরিক্ত এসপিদের ভাতা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। আগে যা ছিল ৭২০ টাকা।
পুলিশের সব ইউনিটের এসআই/সার্জেন্ট মোটরসাইকেল ভাতা পাবেন প্রতি মাসে ৫০০ টাকা, আগে যা ছিল ২১৫ টাকা। সব ইউনিটের পরিদর্শক এবং এসআই/সার্জেন্ট নিঃশর্ত যাতায়াত ভাতা বাবদ প্রতি মাসে পাবেন ৫০০ টাকা, যা আগে ছিল ২৫০ টাকা। টেলকম এলাউন্স হিসাবে সব ইউনিটের এএসপি, পরিদর্শক এবং এসআই প্রতি মাসে পাবেন ৫০০ টাকা, যা আগে ছিল যথাক্রমে ৩৭৫ টাকা, ২৭০ টাকা এবং ১৮০ টাকা।
এএসআই/ এএসআই (সশস্ত্র) প্রতি মাসে পাবেন ৩০০ টাকা, আগে যা ছিল যথাক্রমে ১১৫ টাকা ও ১০০ টাকা। পিবিএক্স এলাউন্স হিসেবে এএসআই ও কনস্টেবল পাবেন প্রতি মাসে ৪০০ টাকা ও ৩০০ টাকা, আগে যা ছিল যথাক্রমে ৭৫ টাকা ও ৪৫ টাকা। আগে সব ইউনিটের কনস্টেবলদের জন্য সশস্ত্র শাখা ভাতা ছিল মাসে ১৫ টাকা এখন সেটি বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ