Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

গঙ্গায় পাঁচ সন্তান

দ্য ডেইলি হান্ট | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

ভয়ঙ্কর হয়ে ওঠা মহামারী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। এরই মধ্যে গত শনিবার লকডাউনের সময়সীমা আরো দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।
এদিকে করোনা আতঙ্কের মধ্যে না খেতে পেয়ে মরার আতঙ্ক তৈরি হয়েছে দেশজুড়ে। টানা গৃহবন্দি থেকে অসহায় হয়ে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। অনেকের ঘরেই খাবার নেই। ঘটছে নানা হৃদয়বিদারক ঘটনা।
সমস্যা কতটা চরম তার প্রমাণ গতকাল রোববারের একটি ঘটনা। লকডাউনে কারণে ঘরে খাবার নেই। তাই ৫ সন্তানকে গঙ্গা নদীতে ফেলে দিলেন মা! হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভডোহি জেলার জেঙ্গিরাবাদে। খবর পেয়ে পুলিশ ওই মহিলাকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারের পর মহিলা পুলিশকে জানিয়েছেন যে, লকডাউনের কারণে তিনি এবং তার সন্তানরা খাবার পাচ্ছেন না। কাজ না থাকায় উপার্জন বন্ধ হয়ে গেছে। কারণ তিনি দিন মজুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ