Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জীবনের সত্যিকারের লড়াইয়ে মনোযোগী হওয়ার আহবান

মধ্যপ্রাচ্যে এখনই সংঘাত বন্ধ করুন : জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

করোনাভাইরাস মহামারী ফলে উদ্ভূত হুমকির মোকাবিলায় মধ্যপ্রাচ্যে লড়াইরত সব পক্ষকে এখনই সংঘাত বন্ধের আহবান জানিয়েছে জাতিসংঘ। উদ্ভূত পরিস্থিতিতে শত্রুতা বন্ধ করে ‘আমাদের জীবনের সত্যিকারের লড়াই’-এর প্রতি মনোযোগী হতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটির প্রতিনিধিরা। শনিবার এক বিবৃতিতে এ অনুরোধ জানান তারা। বিবৃতিতে স্বাক্ষর করেন জাতিসংঘের সিরিয়া, ইয়েমেন, লেবানন, ইরাক ও ফিলিস্তিন-ইসরায়েল বিষয়ক প্রতিনিধিরা। তারা করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবের সময়ে সবার সংহতির ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে সতর্ক করে দিয়ে বলেন, যুদ্ধ ও সংঘাতের অবসান না ঘটলে এই সংহতি অর্জন সম্ভব নয়। এর আগে গত ২৩ মার্চ বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহবান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এক ভিডিও কনফারেন্সে নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিয়ে তিনি বলেন, এই উদ্বেগজনক সময়ে কাউন্সিল থেকে ঐক্যের আভাষ ও একটি প্রস্তাব বড় স্বস্তি হয়ে উঠতে পারে। করোনা মহামারীর সময়ে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে নিরাপত্তা পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। শনিবারের বিবৃতিতে অ্যান্টোনিও গুতেরেসের ওই আহবানের কথাও তুলে ধরেন জাতিসংঘের প্রতিনিধিরা। তারা বলেন, অনেকেই মহাসচিবের ওই বক্তব্যে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু এখন এ ব্যাপারে উদ্যোগ নেওয়া প্রয়োজন। কেননা, মধ্যপ্রাচ্যের বিদ্যমান সংঘাত এ অঞ্চলের মানুষের দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলছে। পাঁচ জাতিসংঘ দূত বলেন, এমন একটি সময়ে পক্ষপাতিত্ব ও সংকীর্ণ স্বার্থ বৃহত্তর উদ্দেশ্য এবং মানুষের কল্যাণকে ব্যাহত করবে। এজন্যই আমরা মধ্যপ্রাচ্যের বিবদমান সব পক্ষকে জাতিসংঘের সঙ্গে কাজ করার আহবান জানাচ্ছি। আমরা মূলত মহাসচিবের সেই বক্তব্যের প্রতিধ্বনি করছি যেখানে তিনি বলেছেন, ‘আমরা যেন আমাদের জীবনের সত্যিকারের লড়াইয়ের (করোনার বিরুদ্ধে লড়াই) দিকে মনোনিবেশ করতে পারি।’ রয়টার্স।



 

Show all comments
  • মোঃ আনোয়ার আলী ১৩ এপ্রিল, ২০২০, ৬:০৫ এএম says : 0
    পরস্পরের লড়াই বন্ধ করে মহানবীর জীবন অনুসরণ করূন, আল্লাহ সাহায্য করবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ