Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে দুর্যোগ ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ৪:৩৫ পিএম

করোনাভাইরাস মহামারির কারণে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে দুর্যোগ ঘোষণা করা হয়েছে। বর্তমানে করোনায় মৃত ও আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে দেশটি। সেখানে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত পাঁচ লাখ ৩০ হাজারের বেশি মানুষ।
একদিনেই দেশটিতে এক হাজার ৮৩০ জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরে প্রতিদিনই ১৫শ'র বেশি মানুষের প্রাণ যাচ্ছে যুক্তরাষ্ট্রে।
এমন পরিস্থিতিতে দুর্যোগ ঘোষণার বিষয়ে অনুমোদন দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার ফলে দেশটির ৫০টি অঙ্গরাজ্যের পাশাপাশি ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জ, নর্দান মারিয়ানা দ্বীপপুঞ্জ, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া, গুয়াম ও পুয়ের্তো রিকোসহ দেশটির সব অঞ্চল ফেডারেল দুর্যোগ ঘোষণার আওতাভুক্ত হলো। একমাত্র ওয়াইওমিং বাদে সব অঙ্গরাজ্য থেকে মৃত্যুর খবর এসেছে। করোনায় অর্ধেক মৃত্যুই নিউ ইয়র্কে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ