মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্বের বড় বড় দেশ যেখানে ব্যর্থ সেখানে গ্রিনল্যান্ডে আক্রান্তদের সবাই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। দেশটিতে এখন পর্যন্ত ১১ জন এই ভাইরাসে আক্রান্ত হলেও তাদের কাউকেই প্রাণ হারাতে হয়নি। ধরা পড়া রোগীদের কারও শরীরেই এখন করোনা ভাইরাসের উপস্থিতি নেই। এমনকি সেখানে নতুন করে আরও কারো শরীরে ভাইরাসটি শনাক্তও হয়নি।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসে প্রকাশিত তথ্যে বিষয়টি জানা গেছে। তাই এ দেশটি ভাইরাস নিয়ন্ত্রণে পুরোপুরি সফল বলেই ধরে নেয়া যায়।
গ্রিনল্যান্ড এতটা সফল হলেও বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের অবস্থা অনেকটাই নাজুক। দেশটি কোনোভাইবেই ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পারছে না। সেখানে এখন পর্যন্ত ৫ লাখ ৩ হাজার ১৭৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ এখন পর্যন্ত ভাইরাসটিতে ১৮ হাজার ৭৬১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।