মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে করোনাভাইরাসের লক্ষণ নিয়ে শনিবার বিকালে এক রোগীর মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ হাসপাতালের সামনেই পড়ে রয়েছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে নরোত্তম সরকার ঢাকায় তার ছেলের বাসা থেকে গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার মোহনগঞ্জ পৌরশহরের রাউতপাড়ায় তার ভাগ্নের বাসা অবস্থান করেন। কদিন ধরেই তিনি সর্দি-জ্বরে ভুগছিলেন। নরোত্তম সরকারের (৫৫) বাড়ি মোহনগঞ্জ উপজেলার মাঘান ইউনিয়নের মল্লিকপুর গ্রামে।
শনিবার করোনার লক্ষণ নিয়ে তার ভাগ্নে বৌ মিতু রানী তাকে শনিবার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্মরত চিকিৎসক তাকে ময়মনসিংহ রেফার্ড করেন। এসময় করোনা সন্দেহে তার স্বজনরা ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেখে পালিয়ে যায়।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুবীর সরকার জানান, রোগীর অবস্থা খারাপ দেখে তাকে ময়মনসিংহ নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। পরে বিকালে হাসপাতালের সামনেই তিনি মারা যান। তার শরীরে করোনার উপসর্গ আছে কিনা তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নিহতের লাশ হাসপাতালেই রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।