Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাস হার্ট এবং মস্তিষ্কে আঘাত হানছে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১:৪৭ পিএম

মহামারী করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা সারা দুনিয়া। চীনে তাণ্ডব চালিয়ে ইউরোপের ইতালি ও স্পেনকে মৃত্যুপুরীতে পরিণত করেছে এই ভাইরাস। বর্তমানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রে।
এখন পর্যন্ত গোটা বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় সতের লাখ। মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ১০ হাজার বনীআদমের।
করোনাভাইরাসে আক্রান্ত হলে হাঁচি-কাশি, গলাব্যথা, জ্বর থাকার কথা বলে আসছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনাআক্রান্ত হলে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যাবে এবং গন্ধ নেওয়ার অনুভূতিও থাকবে না।
তবে চিকিৎসক এবং গবেষকরা এবার নতুন এক গবেষণায় দেখেছেন, করোনা আক্রান্ত অনেকেরই হার্টের ক্ষতি হচ্ছে। একপর্যায়ে হার্ট অ্যাটাকে রোগীর মৃত্যুও হচ্ছে। একই সঙ্গে করোনা রোগীর মধ্যে মস্তিষ্কে সমস্যা দেখা দিচ্ছে।
মস্তিষ্ক ফুলে যাচ্ছে, খিঁচুনি হচ্ছে এবং একপর্যায়ে স্ট্রোক করে মৃত্যু হচ্ছে অনেকের। যারা গন্ধ নেওয়ার অনুভূতি হারিয়ে ফেলছেন, তাদের মস্তিষ্ক ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটছে।
গবেষকরা আরও জানিয়েছেন, প্রাথমিক ধাপে পাতলা পায়খানা থেকে শুরু করে ডায়রিয়া হতে পারে। এমনকি অনেকের বমি হওয়ার মধ্য দিয়ে লক্ষণ প্রকাশ হতে শুরু করে। তরুণদের মধ্যেও আক্রান্ত হলে শ্বাসকষ্টের সমস্যা দেখা যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ