মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গামছার মতো লম্বা কাপড়ে মুখ ঢেকে শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর দুই আগে তিনি তার লোকসভা কেন্দ্র বারাণসীর বিজেপি নেতাদের বলেছিলেন, করোনা ঠেকাতে মাস্ক কিনে পয়সা খরচ করার দরকার নেই। উত্তরপ্রদেশের মানুষ যেমন গলায় ঝোলানো গামছা দিয়ে নাক-মুখ ঢাকতে অভ্যস্ত, তেমন গামছাই যথেষ্ট।
বিরোধীরা তখন কটাক্ষ করেছিলেন, মোদি সরকার যথেষ্ট মাস্কের ব্যবস্থা করতে পারছে না। সেই ব্যর্থতা ঢাকতে প্রধানমন্ত্রী গামছায় মুখ ঢাকার কথা বলছেন। কিন্তু তিনি যে নিছক কথার কথা বলেননি, তা প্রমাণ করতে মোদি নিজেই গামছায় মুখ ঢেকে বৈঠকে বসেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে থেকে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন মাস্কে মুখ ঢেকে। কিন্তু মোদি গামছাতেই কাজ চালিয়ে নেন।
বৃহস্পতিবার মোদি বারাণসীতে বিজেপির জেলা সভাপতি, মহানগর সভাপতি ও বিধায়কদের সঙ্গে আলাদা ভাবে ফোনে কথা বলেছিলেন।
জেলা সভাপতি হংসরাজ বিশ্বকর্মাকে তখনই তিনি বলেন, মাস্কের জন্য আলাদা খরচের দরকার নেই। মাস্ক ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের দরকার। উত্তরপ্রদেশের সবাই কাঁধে গামছা রাখেন। রাস্তায় বেরোতে হলে গামছা দিয়ে মুখ বেঁধে নিলেই চলবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।