Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা পরিস্থিতিতে বাংলাদেশ-কম্বোডিয়া বিজনেস এসোসিয়েশনের নানা পদক্ষেপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১২:১১ পিএম

এশিয়ার অন্যতম দেশ কম্বোডিয়ায় বাংলাদেশের প্রায় ৫ হাজার লোকের বসবাস। কম্বোডিয়ায় শ্রমিক, পেশাজীবী ও ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক বিরাজমান।

বাংলাদেশের সর্বস্তরের প্রবাসীদের করোনা ভাইরাস মহামারীর এ দূর্যোগে সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ কম্বোডিয়া বিজনেস এসোসিয়েশন। এসোসিয়েশনের পক্ষ হতে ইতিমধ্যে শতাধিক শ্রমিকদের খাদ্য ও আবাসন সুবিধা দেয়া হয়েছে।

কম্বোডিয়ায় বাংলাদেশী প্রায় শতাধিক ট্যুরিষ্ট আটকে পড়েছে। ট্যুরিষ্টদের সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস থাইল্যান্ডের সাথে সমন্বয় করে। এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আমিনুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল আহাদের সরাসরি তত্বাবধানে প্রবাসীদের খাদ্য, চিকিৎসা, আবাসন ভ আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।

ইতিমধ্যে এসোসিয়েশনের ফেসবুক পেইজ ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশী শ্রমিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসোসিয়েশন বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ পরিপালন করে কার্যক্রম বাস্তবায়ন করছে। কোভিড-১৯ এর কারনে যে কোন প্রবাসী বাংলাদেশীর কোন কর্মসংস্থান প্রয়োজন হলে এসোসিয়েশনের পক্ষ হতে সর্বাত্মক সহায়তা করার চেষ্টা করা হবে কর্মসংস্থানের।

প্রবাসীদের স্বাস্থ্যসেবার জন্যে ১৪ জন চিকিৎসকের সমন্বয়ে কমিটি করা হয়েছে, খোলা হয়েছে হটলাইনের দুটো নম্বর +855969565483, +855969451921 ‘আসুন মানবিক হই’ এই শ্লোগানকে সামনে রেখে সার্বক্ষণিক কম্বোডিয়ায় প্রবাসী বাংলাদেশীদের সহায়তা করতে এসোসিয়েশন বদ্ধপরিকর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ