Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফুলগাজীতে ওএমএসের চাল জব্দ, গ্রেপ্তার ১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১১:৫৭ এএম

ফেনীর ফুলগাজীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৬ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। শনিবার রাতে উপজেলার আমজাদ হাট ইউনিয়নের এক প্রবাসীর বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে জাকির হোসেন মজুমদার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক জাকির ওই ইউনিয়নের ফেনাপুষ্করণি গ্রামের হাবিবুল্লাহ মজুমদারের ছেলে।

ফুলগাজী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুনীল দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৬ বস্তা চাল জব্দ করে।

অভিযানের বিষয়টি টের পেয়ে স্থানীয় ডিলার আবদুল আউয়াল নান্নু (৩৮) পালিয়ে গেলেও জাকির হোসনকে আটক করে পুলিশ।ডিলার নান্নু স্থানীয় আমজাদ হাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ