পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পদ্মা সেতুর ২৮তম স্প্যানটি বসানো হয়েছে। গতকাল সকাল নয়টার দিকে মুন্সীগঞ্জ ও মাদারীপুরের সীমান্ত অংশের ২০ ও ২১ নম্বর খুঁটির বসানো হয় স্প্যানটি। ২৭তম স্প্যান বসানোর ১৪ দিনের মাথায় বসানো হয় ২৮তম স্প্যানটি। এর মাধ্যমে সেতুর ৪ হাজার ২০০ মিটার দৃশ্যমান হলো।
পদ্মাসেতুর প্রকৌশলী সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনে স্প্যানটি নির্ধারিত দুটি খুঁটির কাছে নোঙর করে রাখা হয়। গতকাল সকালে স্প্যানটি বসানোর কার্যক্রম শুরু হয়। নয়টার দিকে স্প্যানটি খুঁটির ওপর বসানো হয়।
এর মধ্যে মূল সেতুর ৪২টি খুঁটির কাজ শেষ হয়েছে। সর্বশেষ গত ১ এপ্রিল খুঁটি ২৬ তৈরির মধ্য দিয়ে মূল সেতুর খুঁটি তৈরির কাজ শতভাগ সম্পন্ন হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।